Connecting You with the Truth

মিস ইউনিভার্সের প্রথম পাঁচে ভারতের নয়নিতা

বিনোদন ডেস্ক:
এবারের মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউম রাউন্ডে প্রথম পাঁচজনের মধ্যে পৌঁছে গেলেন ভারতের নয়নিতা লোধ। সারা দুনিয়া থেকে মোট ৮৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। নয়নিতা ছাড়া আছেন কানাডা, আর্জেন্তিনা, জার্মানি ও ইন্দোনেশিয়ার প্রতিযোগী। এবার নয়নিতার পারফরমেন্সের উপর ভিত্তি করে ফের মিস ইউনিভার্স শিরোপা পাওয়ার দোরগোড়ায় ভারত। বেশ কয়েকটি রাউন্ড পেরিয়েই ন্যাশনাল কস্টিউমের রাউন্ডে চলে এসেছেন নয়নিতা ও বাকি চারজন। নয়নিতার জন্য ন্যাশলাল কস্টিউম ডিজাইন করেছেন নীতা লুল্লা। গহনায় নয়নিতাকে সাজানোর দায়িত্বে তেজাস যোগানি। অফিসিয়াল সিলেকশনের পর সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভোটও প্রতিযোগীদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৬ জানুয়ারি।

Comments
Loading...