Connecting You with the Truth

মেসির পেনাল্টিতে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক:s-1

কোপা ডেল রের শেষ আটের প্রথম পর্বের ম্যাচে লিওনেল মেসির শেষ সময়ের পেনাল্টি থেকে পাওয়া গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। ৮৫ মিনিটে মেসির নেয়া পেনাল্টি শট প্রথম দফায় রুখে দিলেও শেষরক্ষা করতে পারেননি ইয়ান ওব্লাক। ফিরতি শটে স্লোভেনিয়ার এই গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ শুরুর একাদশে থাকায় প্রথমার্ধে গোলের সুযোগ বেশি তৈরি করে বার্সেলোনা। কিন্তু কোনটাই কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে প্রথমার্ধে নিজেদের পোস্ট আগলে রেখে গুটিকয়েক আক্রমণ করলেও সাফল্য পায়নি অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে থাকলেও মেসি-সুয়ারেজরা প্রতিপক্ষের বক্সে গিয়ে তালগোল পাকিয়ে সুযোগ হারাতে থাকেন। ৭৫তম মিনিটে অ্যাটলেটিকোর জালে প্রথম বলার মতো শট নেয় তারা। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার নেয়া শটটি রুখে দিতে কোন সমস্যাই হয়নি অতিথি দলের গোলরক্ষকের। তবে ৮৫তম মিনিটে মেসিকে আর গোলবঞ্চিত করতে পারেননি তিনি। যোগ করা সময়ে মেসির ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে উড়ে যাওয়ায় জয়ের ব্যবধান আর বাড়েনি। আগামী বুধবার রাতে দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Comments
Loading...