Connecting You with the Truth

ম্যাচের শুরুতেই ঢাকা বিভাগের লিড

s-3স্পোর্টস ডেস্ক:
রোববার থেকে শুরু হয়েছে ১৬তম জাতীয় ক্রিকেট লিগ। চারদিনের ম্যাচের এ লিগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ। ম্যাচের প্রথম দিনেই লিড পেয়েছে ঢাকা। রনি তালুকদারের অপরাজিত সেঞ্চুরিতে (১০৩*) প্রথম ইনিংসে ৪১ রানের লিড নিয়েছে ঢাকা বিভাগ। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে ৫০.৩ ওভার খেলে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় বরিশাল। ফজলে রাব্বি সর্বোচ্চ ৫২ রান করেন। মোহাম্মদ শরিফ ১২ ওভার বল করে মাত্র ২৪ রানে নেন ৬ উইকেট। এছাড়া শাহাদাত হোসেন রাজিব নেন দুটি উইকেট। জবাবে ব্যাট করতে ৩৯ ওভার ব্যাটিং করে প্রথম দিন শেষে বিনা উইকেটে ১৮০ রান করেছে ঢাকা। রনি তালুকদার ১০৩ ও আব্দুল মজিদ ৭০ রানে অপরাজিত রয়েছেন। পুরো টুর্নামেন্টে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত প্রথম দুই রাউন্ডের খেলার সূচি চূড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, রানার্স আপ দল পাবে ১০ লাখ টাকা, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবে ১ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান পাবেন ৭৫ হাজার টাকা, সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও পাবেন ৭৫ হাজার টাকা। এছাড়া প্রতিটি ম্যাচের ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা। এবারের জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন। শনিবার দুপুরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা হয়।

Comments
Loading...