যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত এবং মেয়ে গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে মাতুয়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর শনিরআখড়া থেকে ৫ বছরের ছেলে হামিম খান ও ৮ বছরের মেয়ে ঋতু আক্তারকে নিয়ে মাতুইলে আত্মীয়ের বাসায় বাসায় যাচ্ছিলেন মা শাকিলা আক্তার। তাদের বহনকারী রিক্সাটি মাতৃসদন হাসপাতালের সামনে পৌঁছালে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে রিক্সাটিকে ধাক্কা দেয়। দিলে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হয়।
পরে, আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় মেয়েও গুরুতর আহত হয়।