Connecting You with the Truth

যুক্তরাষ্ট্রের মদে আর্সেনিক!

b6dhzfpiihnoltcabuitআন্তর্জাতিক ডেস্ক:

সস্তা মদে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক থাকার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শীর্ষ মদ প্রস্তুতকারকেরা। ঝুঁকিপূর্ণ মাত্রায় আর্সেনিক থাকার অভিযোগে বৃহস্পতিবার ২৮ মদ প্রস্তুতকারকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মামলার আর্জিতে বলা হয়েছে, ওই ২৮ প্রস্তুতকারক জেনেশুনে রাজ্যের আইন ভঙ্গ করে বিষাক্ত মদ উৎপাদন করেছেন এবং বিষয়টি ক্রেতাদেরও অবহিত করেননি। এই মামলাকে “মিথ্যা ও বিভ্রান্তিকর” বলে দাবি করেছেন ক্যালিফোর্নিয়ার মদ ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন ওয়াইন ইনস্টিটিউট। ১০০০ প্রস্তুতকারক সদস্যের এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের দোকানগুলোতে থাকা সব মদকে নিরাপদ বলে দাবি করেছেন। প্রাকৃতিকভাবেই বাতাসে, পানিতে ও মাটিতে অল্প পরিমাণ আর্সেনিক থাকে, কিন্তু অতিরিক্ত মাত্রায় আর্সেনিকের উপস্থিতি প্রাণঘাতী হয়ে ওঠে। মামলার আর্জিতে দাবি করা হয়েছে, তিনটি আলাদা আলাদা পরীক্ষাগারের পরীক্ষায় কয়েকটি ক্ষেত্রে আইন অনুমোদিত মাত্রার চেয়ে ছয়গুণ বেশি আর্সেনিক পাওয়া গেছে। মামলার কারণে যুক্তরাষ্ট্রের মদের ব্যবসার অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং মদ উৎপাদন বন্ধ হয়ে আছে।

Comments
Loading...