যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গকে হত্যার দ্বিতীয় ভিডিও প্রকাশ
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় পুলিশ এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে পিছন থেকে গুলি করে হত্যার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। বৃহস্পতিবার পুলিশের ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায় ধারণ করা ওই ভিডিও চিত্রটি প্রকাশ করা হয়। এরে আগে মঙ্গলবার এক পথচারীর ধারণ করা ভিডিওতে ওই কৃষ্ণাঙ্গকে হত্যার বিষয়টি প্রকাশ পায়। দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, গাড়ির পেছনের বাতি ভাঙ্গার অভিযোগে ওয়াল্টার স্কটের গাড়িটি থামাতে বাধ্য করে পুলিশ। এসময় পুলিশ কর্মকর্তা মাইকেল স্ল্যাগার তার কাছ থেকে গাড়ির কাগজপত্র ও তার ড্রাইভিং লাইসেন্স চান। এসময় স্কট জানান, তিনি গাড়িটি কেনার প্রক্রিয়ায় রয়েছেন এবং এই মুহূর্তে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই। স্ল্যাগার তার পুলিশের গাড়িতে ফিরে যাওয়ার পর স্কট তার গাড়ির দরজা খুলে দৌড় দেন। এসময় তার গাড়ির ভেতরে এক যাত্রী ছিলেন। তবে দূরে চলে যাওয়ায় ড্যাশবোর্ডের ওই ভিডিওতে পুলিশ যে স্কটকে আটটি গুলি করেছে তা দেখা যায়নি। স্কটকে হত্যার পর পুলিশ কর্মকর্তা স্ল্যাগারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বরখাস্ত করা হয়েছে।