Connecting You with the Truth

রংপুরে আর্মি মেডিক্যাল কলেজের উদ্বোধন

Army-Med-College

 

 

 

 

 

 

রংপুর অফিস:

রংপুর বিভাগের হতদরিদ্র শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও সেবা নিশ্চিত করতে শনিবার সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর সেনানিবাসে আর্মি মেডিক্যাল কলেজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি টেলিকনফারেন্সের মাধ্যমে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সালাহ উদ্দিন মিয়াজী পিএসসি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সাথে কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সালাহ উদ্দিন মিয়াজী পিএসসি, রংপুরের বিভাগীয় কমিশনার মুহম্মদ দিলোয়ার বখত, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু প্রমুখ। অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম, রংপুর প্রেসক্লাবের সভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক ওয়াদুদ আলীসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে রংপুর সেনানিবাস আর্মি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠিত হয়।

Comments
Loading...