দেশজুড়ে
রংপুরে ছাত্রলীগ নেতার উপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ
আমিরুল ইসলাম, রংপুর:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের উপর সন্ত্রাসী হামলা এবং হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখা।
গত কাল দুপুরে বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরে আলম, জিন্নাত হোসেন লাভলু, শরিফুল ইসলাম শরিফ, সুমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শেরে-জাহান-শাওন, সোহেল রানা সনি, আসাদুদৌল্লাহ সাগর, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন, রংপুর সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক সাগর রায়, সাংগঠনিক সম্পাদক রুবেল, রংপুর কারমাইকেল কলেজের সহ-সভাপতি নির্জাস, আকাশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবায়েত হাসান রনি, সাইদুজ্জামান সিজার, সাইফুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক সাগর হাসান হাবিব, ফিরোজ আলম, ছাত্রলীগের নেতা আদনান হোসেন, মনির হোসেন, হাসিব মাহমুদ, আল ইমরান, আবু সাঈদ রিয়াদ, সোহেল, জিয়ন, আতিক, মাসুদ, আল আমিন, নয়ন মাহমুদ বিপ্লব প্রমুখ।
সমাবেশে বক্তারা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের উপর সন্ত্রাসী হামলা এবং হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস