রংপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ গ্রেফতার ৬০
আমিরুল এসলাম, রংপুর:
রংপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর মো. সেলিম জানান, গ্রেফতার ১৫ জনের মধ্যে বিএনপির ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি তামজিরুল ইসলাম (৩০) ও ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দুলালসহ (৩৫) ১০ জন এবং জামায়াতের ৫ কর্মী রয়েছেন।
এদিকে জেলা পুলিশের প্রেরিত বার্তায় জানা যায়, একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় জড়িত থাকায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।