রংপুরে লেখক সংসদের আসরে ‘আজও প্রতীক্ষায়’ গ্রন্থের মোড়ক উম্মোচন
নিজস্ব প্রতিবেদক, রংপুর: লেখক সংসদ, রংপুরের ৪২৩ তম সাপ্তাহিক সাহিত্য আসর ও তরুণ লেখক মো. মাহমুদুল আলম রাজু রচিত “আজও প্রতিক্ষায়” গল্প গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় মহানগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়াস্থ ভাওয়াইয়া অঙ্গন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে পাক হতে তেলাওয়াত করেন এম.এ ফাত্তাহ। ডা.মতিউর রহমান বসনিয়া কাব্যনিধির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আসরে প্রথম পর্বে গ্রন্থের মোড়ক উম্মোচন, গ্রন্থ আলোচনা এবং দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা, প্রবন্ধ পাঠ, শুভেচ্ছা কথা, এবং ভাওয়াইয়া সংগীত পরিবেশন করা হয়। “আজও প্রতিক্ষায়” গ্রন্থের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড.নাসিমা আকতার। এ ছাড়াও আবুল কাশেম, কবি আবু জাফর আব্দুল্লাহ, ইতিহাসবিদ মো.মাহমুদুল আলম, এটিএম মোর্শেদ, এএসএম হাবিবুর রহমান, নাহিদা ইয়াসমিন বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
২য় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন আবু রাশেদ মো.বাকি বিল্লাহ,আব্দুল কাদের সরকার, জোসেফ আক্তার, খালেকুজ্জামান, মারুফ হাসান, আব্দুল জলিল, রোকন উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারা, আমজাদ হোসেন সরকার, রবিউল হোসেন বাবলু, আমিনুল ইসলাম, জুবায়ের আলী, মতিউজ্জামান টুটুল। প্রবন্ধ পাঠ করেন মো. আবুল হোসেন এবং ভাওয়াইয়া গান পরিবেশন করেন শিল্পী অরুণ চন্দ্র রায় ও সুজয় রায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক চঞ্চল মাহমুদ। অনুষ্ঠানে কবি মতিউর রহমান বসনিয়া কাব্যনিধি রচিত পুস্তিকা ‘বহুবচন’ বিতরণ করা হয়।