রংপুরে শিশু সুরক্ষা ও এ্যাডভোকেসি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ
রংপুর প্রতিনিধি : রংপুর ও রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের ২৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গত ১৯ ও ২০আগষ্ট, ২দিন ব্যাপী শিশু ও এ্যাডভোকেসি বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নর্দার্ন রিজনের আয়োজনে সংস্থাটির রংপুর এডিপি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে শিশুদের নিয়ে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয় এবং শিশু সুরক্ষা বিষয়ক আইন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। শিশু অধিকার সনদের ৪টি মূলনীতি- (১) বৈষম্যহীনতা; (২) শিশুর সর্বোচ্চ স্বার্থ; (৩) বেঁচে থাকা ও উন্নয়ন এবং (৪) অংশগ্রহন, বাস্তবায়নের ক্ষেত্রে উপস্থিত সাংবাদিকেরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে একমত পোষন করেন। বিবিসি ওয়ার্ল্ড-এর ঢাকা ব্যুরো এডিটর শাকিল বিন মুস্তাক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- এর গ্রুপ ডাইরেক্টর উইলফ্রেড সিকুকোলা, এ্যাডভোকেসী ডাইরেক্টর চন্দন জেড গমেজ, ফিল্ড ডাইরেক্টর ডাঃ গ্লোরিয়াস গ্রেগোরী দাস, সিনিয়র ম্যানেজার ( গ্রোগ্রাম) অসিম আর চ্যাটার্জি এবং এ্যাডভোকেসী, কমিউনিকেশন এন্ড চাইল্ড প্রটেকশন কোর্ডিনেটর জামাল উদ্দিন প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন। এতে অন্যান্য সাংবাদিকদের সাথে দৈনিক বজ্রশক্তি’র নিজস্ব প্রতিনিধি শাহ্ আলম মন্ডল দিনাজপুরের বিরামপুর এডিপি হতে অংশগ্রহন করেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর