রবি তেজার ‘বেঙ্গল টাইগার’
বিনোদন ডেস্ক:
মাস্ মহারাজা রবি তেজা ও তামান্না ভাটিয়ার নতুন টেলুগু সিনেমা ‘বেঙ্গল টাইগার’-এর মহরত তামিলনাড়–র হায়দারাবাদ শহরের রামারাইডু স্টুডিওতেও শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। এই সিনেমায় তামান্না ও রবি তেজা এর প্রেমের রসায়ান দেখা যাবে। সুরেশ বাবু, শরৎ সারণী; ভি ভি বিনায়ক, সুরেন্দার রেড্ডি, পরিচালক ববি সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পরিচালক রাঘবেন্দ্র রাও সিনেমার ‘মহমত’ উদ্ভোদন করেন। বেঙ্গল টাইগার এর লিড চরিত্রে রবি তেজা এবং তামান্না। নিয়মিত শ্যুটিং খুব শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে। সিনেমাটিতে রবি তেজাকে বাংলার ছেলের চরিত্র দেখা যাবে। টেলুগু সিনেমার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তারাও চাচ্ছে বাংলা ভাষাভাষি অঞ্চলে তাদের সিনেমার প্রচার বাড়াতে। সেই লক্ষ্যে সিনেমার নাম এবং লিড চরিত্র বাংলাকে টার্গেট করেই, করতে পারে বলে ধারণা সবার।’বেঙ্গল টাইগার’ সিনেমার আগেই মাস্ মহারাজ রবি তেজার কিক ২ মুক্তি পাবে।