রাকিব হত্যা মামলার চার্জশিট দাখিল
খুলনায় পৈশাচিক নির্যাতনের শিকার চাঞ্চল্যকর শিশু রাকিব (১২) হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ মামলার আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ, তার কথিত চাচা মিন্টু খান ও মা বিউটি বেগমকে অভিযুক্ত করে খুলনার মুখ্য মহানগর হাকিম এমএলবি মেছবাহ উদ্দিনের আদালতে এই চার্জশিট দাখিল করেন।
এই মামলায় মোট ৪০ জনকে সাক্ষী করা হয়েছে। এর আগে চার্জশিট দাখিলসহ চাঞ্চল্যকর এই মামলার বিষয়ে অবহিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিং করেন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমেদ জানান, চার্জশিটে এজাহারভুক্ত তিন আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক ওমর শরীফ, তার কথিত চাচা মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া চার্জশিটে মোট ৪০ জনকে সাক্ষী করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষীদের মধ্যে ৪ জনই আদালতে ঘটনার বর্ননা দিয়ে জবানবন্দি দিয়েছেন। চার্জশিটভুক্ত তিন আসামি ওমর শরীফ, মিন্টু খান ও বিউটি বেগম ঘটনার ব্যাপারে নিজেদের সম্পৃক্ত করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকালে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডস্থ শরীফ মোটর্সের ভেতরে মোটরসাইকেলের গ্যারেজ মালিক শরীফ ও তার কথিত চাচা মিন্টু মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ রাকিবের পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী কথিত চাচা মিন্টুকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আসামিরা সবাই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা খুলনা কারাগারে রয়েছেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর