Connecting You with the Truth

রাজধানীতে বাঘের ভাস্কর্য উল্টে ভ্যানচালক নিহত

বাঘরাজধানীর কারওয়ানবাজারে সড়কদ্বীপের ওপর বসানো বাঘের ভাস্কর্য পড়ে এক ভ্যানচালক মারা গেছেন। শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মী মো. শহীদ জানান, বাঘের ভাস্কর্যের পাশে ভ্যানগাড়ির ওপর চালক ঘুমিয়েছিলেন। বাঘের ভাস্কর্যটি আচমকা কাত হয়ে পড়ে যায়। এ সময় চালক নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ভ্যানচালকের পরিচয় জানা যায়নি। তাঁর লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...