রাজনৈতিক সহিংসতার আগুন এখন বাসাবাড়িতে
বাড্ডা প্রতিনিধি, টুটুল:
দেশব্যাপী লাগাতার অবরোধ ও হরতাল চলাকালে বাড্ডায় এক বাসায় ঢুকে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ম-৫১-৪৮৪২) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উত্তর ভাওয়ালিয়া পাড়ায় ১৬০ নং বাসার গ্যারেজে ঢুকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। জানা যায়, ঘটনার দিন গাড়ির মালিক জানান, প্রতিদিনের ন্যায় গাড়িটি তার ভাড়া বাড়ির নীচতলায় গ্যারেজে রাখে। রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা গেট ভেঙে ভিতরে ঢুকে গাড়িতে আগুন দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। টের পেয়ে বাড়ির লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে গাড়িটির অর্ধেক পুড়ে যায়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে।