ঢাকা বিভাগ
রাজবাড়িতে ১০০০ পিচ ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ইং ১৪.৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর সাকিনস্থ মৌলভীর ঘাটে নৌকাযোগে কতিপয় মাদকব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে মৌলভীর ঘাটে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ০৬-০২-১৭ইং তারিখ ১৪.৪৫ ঘটিকার সময় মৌলভীর ঘাটে নৌকা ভিড়লে র্যাবের আভিযানিক দলের সদস্যরা মাদকব্যবসায়ী আসামী মোঃ শামীম ব্যাপারী(২২), পিতাঃ মোঃ হানিফ ব্যাপারী, সাং-সোনাকান্দর মৌলভীঘাট, ইউপি-মিজানপুর (ওয়ার্ড নং-০৯), থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীক আটক করে। অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মূখে বিধি মোতাবেক ধৃত আসামীর শরীর তল্লাশি করে তার পরিহিত সাদা কালো চেক রংয়ের প্যান্টের সামনের দুই পকেট হতে পাঁচটি ছোট নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত সর্বমোট ১০০০ (এক হাজার) পিস লালচে গোলাপী রংয়েল কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট (যার মধ্যে তিন প্যাকেট সামনের বাম পকেট হতে এবং দুই প্যাকেট ডান পকেট হতে প্রাপ্ত), যার ওজন ১০০ গ্রাম (প্যাকেটসহ) ও মূল্য (১০০০দ্ধ৩০০)=৩,০০,০০০/-টাকা এবং তার দখলে থাকা পিছনে ক্যামেরা যুক্ত, পিছনের অংশ গোল্ডেন রংয়ের ০১(এক)টি ঝুসঢ়যড়হু, মডেল ঠ৭৫ মোবাইল সেট, যাতে ০১টি রবি সিম সংযুক্ত উদ্ধার করে। ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী সদর থানা এলাকা সহ আশেপাশের অন্যান্য এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে রাজাবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস