রাজাপুরে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১
রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে উপজেলা ছাত্রলীগের বিবদমান দুই গ্র“পের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। আহতরা হলেন সাইফুজ্জামান রুবেল, ওয়াহিদ, সুমন। বাকিদের পরিচয় পাওয়া যায় নি। আহতদের প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পরে গুরুতর আহত রুবেলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার বিকাল ৪টায় উপজেলা সদরের স্কুল মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রিপন হাওলাদার বাদী হয়ে ৮ জনকে আসামী করে শুক্রবার রাতে থানায় মামলা করেছে। থানা পুলিশ রাতেই বাহাদুর নামে এক আসামীকে গ্রেফতার করেছে।
উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ও পুরাতন কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।