রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬
রাণীশংকৈল, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বালিয়াডাঙ্গী মহাসড়কের চন্দন চহট ধকরাপট্টী নামক স্থানে বিকাল সাড়ে ৪টায় সড়ক দুর্ঘটনায় নাসিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
থানা সূত্রে জানা যায়, মহাসড়কে ঢাকা মেট্রো চ-৩৯০১ যাত্রীবাহী বাস ভটভটির সাথে ধাক্কা লেগে ৭ আরোহী গুরুতর আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। রাণীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামের খলিলের ছেলে নাসিরুল চিকিৎসাধীন অবস্থায় নাসিরুল বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে মৃত্যুবরণ করে। আহত আবু বক্কর সিদ্দিক (৪৫), জাহাঙ্গীর (৩৫), আব্দুল কাদের (৩৭), রিয়াজুল ইসলাম (২৮), আজিজুল হক (৫০), আ. রহিম (৪৫) গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।