Connecting You with the Truth

রায়পুরে মানবতার কল্যানে বৃহত্তর শায়েস্তানগর যুব ঐক্য পরিষদ গঠন

055753Lokkhipur-Map-04পীরজাদা মাসুদ হোসাইন: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার শায়েস্তানগর গ্রামের শতাধিক তরুন একত্রিত হয়ে গত শনিবার বিকেলে স্থানীয় জনকল্যান উচ্চ ববিদ্যালয়ের একটি শ্রনীকক্ষে সভার মাধ্যমে মানবতার কল্যানে কাজ করার জন্য বৃহত্তর শায়েস্তানগর যুব ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। স্থানীয় তরুন নাছির উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়পুর রিপোটার্স ক্লাবের সভাপতি ও জেটিভি, দৈনিক বজ্রশক্তি পত্রিকার রায়পুর প্রতিনিধি পীরজাদা মাসুদ হোসাইন, রায়পুর রিপোটার্স ক্লাবের সাধারন সসম্পাদক ও মোহনা টিভি, আলোকিত বাংলাদেশ রায়পুর প্রতিনিধি নাজিম উদ্দীদ রিয়াদ। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে নাসির উদ্দীনকে আহবায়ক , আরো ১৪ জনকে যুগ্ন আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। বাকিরা সাধারন সদস্য হিসেবে গন্য হবে। যুগ্ন আহবায়কগন হলেন ইব্রাহীম সুমন,মিরাজ হোসেন,শাহাদাৎ হোসেন সুমন,সোহাগ মিয়াজী,আনোয়ার হোসেন,আনোয়ার হোসেন,জাকির হোসেন সুমন,ফিরোজ আলম মিয়াজী,সুমন বেপারী,দুলাল মিঝি,মোঃ রাজিব,মামুন গাজী,মাসুম খাঁন,বকুল খাঁন। আহবায়ক কমিটির মেয়াদ ৩ মাস নির্ধারন করা হয়।

Comments
Loading...