রায় কার্যকরের সব প্রক্রিয়া শেষ-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় কার্যকর করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ হয়েছে। শনিবার দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, অতি দ্রুত এই রায় কার্যকর করা হবে।
তিনি বলেন, ‘তিনি প্রাণ ভিক্ষা চাবেন না বলে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দী দিয়েছেন। ম্যাজিস্ট্রেটের লিখিত কামারুজ্জামানের জবানবন্দীর কপিটি আমাদের হাতে এসেছে। এখন পরবর্তী প্রক্রিয়াগুলো চলছে। ‘
রায় অতি দ্রুত কার্যকর করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো চাপ, বাধা নেই। রায় অনুযায়ী অতি দ্রুত দণ্ড কার্যকর হবে। ‘