রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদোর আরেকটি রেকর্ড
স্পোর্টস ডেস্ক:
রোববার গেটাফের বিপক্ষে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের জার্সিতে আরেকটি রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছাড়িয়ে গেলেন দ্য গ্যালাকটিকোসদের কিংবদন্তি ফুটবলার কার্লোস সান্টিলানাকে। এখন লস ব্লাঙ্কোসদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ ইন্টারন্যাশনাল। এখন সব ধরনের প্রতিযোগিতা মিলে ২৮৯ গোল নিয়ে রিয়ালের পক্ষে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদো। গেটাফে ম্যাচের আগে ২৮৮ গোল নিয়ে এই রেকর্ডটি ছিল সান্টিলানার। সিআরসেভেন মর্যাদার এই রেকর্ড গড়তে লিগে ২০৬, কোপা ডেল রে’তে ২১, উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৫৭, ইউরোপিয়ান সুপার কাপে ২ এবং স্প্যানিশ সুপার কাপে ৩টি গোল করেছেন। ৩২৩ গোল নিয়ে সবার ওপরে রাউল গঞ্জালেস। ৩০৭ গোল নিয়ে দ্বিতীয় আসনে আলফ্রেড ডি স্টেফানো। রোনালদো কিংবদন্তি ওই দুই খেলোয়াড়ের ঠিক পরেই। তাছাড়া আরেকটি ক্ষেত্রে গৌরবের একটি রেকর্ড হাতছানি দিচ্ছে সিআরসেভেনকে। ২০১২-১৩ মৌসুমে লিগের প্রথমার্ধে ২৮ গোল করেছিলেন লিওনেল মেসি। এক ম্যাচ বাকি থাকতে সমান গোল এখন রোনালদোর। সুতরাং লিগের ১৯ নম্বর ম্যাচে তা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে ফিফা ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের।