Connecting You with the Truth

রূপগঞ্জে ১৪ দলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
পেট্রোলবোমায় নিহতদের স্মরণে রূপগঞ্জে স্থানীয় ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত কাল উপজেলার ভুলতা বাস স্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাদ জুম’আ এ জানাজা আদায় করা হয়। স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর উপস্থিতিতে এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। গায়েবানা জানাজায় কয়েকহাজার মুসল্লী সমবেত হয়েছিল বলে জানা যায়। এসময় চলমান হরতাল ও অবরোধ সহিংসতায় দেশের বিভিন্ন অঞ্চলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Comments
Loading...