রোনালদোকে নাইকির স্বর্ণ-হীরের তৈরী বুট উপহার
স্পোর্টস ডেস্ক:
তিন তিনবার বর্ষসেরা ফুটবলারের ব্যালন ডি’অর পুরস্কার জেতার কারণে বিখ্যাত ব্র্যান্ড ‘নাইকি’ ক্রিস্টিয়ানো রোনালদোকে হীরে দিয়ে প্রস্তুত এক জোড়া ফুটবল বুট উপহার দিয়েছে। নাইকির তৈরি অভিনব এই বুটটি সোনালী রঙের এবং বুটের যেখানে ‘ঈজ৭’ লেখা রয়েছে, সেটি সম্পূর্ণ সূক্ষ্ম হীরে দ্বারা খচিত। এদিকে এই বুট সম্পর্কে নাইকি থেকে বলা হয়েছে, ‘মূল রঙ হিসেবে বুটের জন্য সোনালী রঙ নির্ধারণ করা হয়েছে। কারণ সিআরসেভেন স্বর্ণই অর্জন করেছেন। সোনালী রঙের সাথে বুটে স্বর্ণের পলিশ দেওয়া হয়েছে। আর নাইকির ইতিহাসে প্রথমবারের’ মতো, ‘ঈজ৭’ লোগোর উপরে হাতের সাহায্যে হীরে বসানো হয়েছে।’ জুতার নিচের দিককার সম্মুখভাগ। ‘গোল্ড প্লেট’ স্পাইক দেওয়া। বুট জোড়ার উপর থেকে তোলা ছবিতে দারুণ এক স্পোর্টিং লুক। কারিগর নিজ হাতে অত্যন্ত যতেœর সাথে বুটে হীরে লাগানোর কাজ করছেন। সেলাইয়ের কাজ চলছে।