Connecting You with the Truth

রৌমারীতে জামায়াতের ১৬ মহিলা কর্মী গ্রেফতার

রৌমারী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার জামায়াতের ১৬ মহিলা কর্মীকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
দেশব্যাপী আগুন, সন্ত্রাস, নাশকতার আশঙ্কায় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিটের সময় রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রামের ওমর আলী বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মমতাজ খাতুন (৩৬), চায়না খাতুন (৩০), কনিকা খাতুন (৩৯), নাজমা বেগম (৩০), শুকুরজান খাতুন (৪০), নাজমা খাতুন (৩৫) গুলশান বেগম (৪৫), শরিফা খাতুন (৩০), নাছিমা খাতুন (৪৫), জিনছিআরা (৫০), সোনা খাতুন (৩২), সাবিনা বেগম (৪৩), আনোয়ারা খাতুন (৩৯), নাজমা (৩৬), কনিকা বেগম (৪৩) ও নাছিমা খাতুন (৩০)।

Comments
Loading...