কুড়িগ্রাম
রৌমারীতে স্ত্রীকে গলাকেটে হত্যা; ঘাতক স্বামী গ্রেফতার
শাহাদত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলায় স্ত্রীকে গলাকেটে হত্যার ঘাতক স্বামী হযরত আলীকে গ্রেফতার করেছেন পুলিশ। থানা পুলিশ ও সরেজমিনে গিয়ে জানা যায় বাইটকামরী গ্রামের মনিরউদ্দিনের ছেলে সাথে একই গ্রামের এনতাজ আলীমুন্সীর মেয়ে মরিয়ম খাতুনের প্রায় বিশ বছর আগে বিবাহ সম্পূর্ণ হয়। তাদের সংসারে তিন সন্তান বড় মেয়ে হোসেনে আরা খাতুন (১৭) রৌমারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণী আর দুই ছেলে বাইটকামারী জুনিয়র হাইস্কুলে বিপ্লব (১৪) ৮ম শ্রেণী ও শামীম (১২) ৭ম শ্রেণীতে পড়াশনা করে। গত ২০ ফের্রুয়ারী বড় মেয়ে হোসেনে আরা খাতুন (১৭) রৌমারী ডিগ্রি কলেজে ক্লাস করার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আসে সে বাড়ীতে না ফেরায় তার মা মরিয়ম খাতুন বিভিন্ন জাগায় খোঁজা খোজি করে মেয়েকে না পেয়ে বাবা হযরত আলী ঢাকা থাকায় কারণে মা বাদী হয়ে গত ২৩ ফের্রুয়ারী রৌমারী থানায় সাধারণ ডায়রি জিডি নং-৯৪৮ তাং-২৩-২-১৬ইং করেন। এ কথা শুনে ট্রাকটর ড্রাইভার বাবা হযরত আলী ঢাকা থেকে ২৩ ফ্রের্রুয়ারী রাতে বাড়ীতে ফিরে আসে স্বামী ও স্ত্রী উভয় মধ্যে মেয়েকে নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বুধবার সকাল ৭.৩০মিনিটে সময় তার দুই ছেলে বিপ্লব ও শামীম স্কুলে প্রাইভেট পড়তে গেলে বাড়ী ফাঁকা পেয়ে ঘাতক স্বামী হযরত আলী তার স্ত্রী মরিয়ম খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে গলাকেটে হত্যা করে। পড়ে বন্দবেড় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় বাগুয়ারচর নামকস্থান থেকে ঘাতক স্বামী হযরতকে পুলিশ গ্রেফতার।
হত্যা বিষয়ে মরিয়মে বড় ভাই আঃ সাত্তার বাদী হয়ে রৌমারী থানায় মামলা করেন মামলা নং-১৬ তাং-২৪-০২-১৬ইং।মামলার আইও এস আই বেলাল হোসেন বলেন গ্রেফতারকৃত আসামী হযরত আলী তার স্ত্রী মরিয়ম খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে গলাকেটে হত্যার দায়স্বীকার করেছেন।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ এ বি এম সাজেদুল ইসলাম বলেন গ্রেফতারকৃত আসামী হযরত আলী তার স্ত্রী হত্যার দায়স্বীকার করেছেন। আমি ঘটনাস্থাল সরেজমিনে পরির্দশন করেছি নির্দোশ কোন ব্যক্তি এ মামলায় হয়রানী হবেনা।
Highlights
নাগেশ্বরীর চরাঞ্চলে বেড়েছে ভূট্টা চাষ
কুড়িগ্রাম
বাজি ধরে নদীতে ঝাঁপ দিয়ে বরযাত্রী যুবক নিখোঁজ
Highlights
নিখোঁজের ৪৩ ঘন্টা পর রক্তাক্ত অবস্থায় যুবতীর মরদেহ উদ্ধার
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস