লক্ষ্মীপুরে আসছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আ.স.ম রব
লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম জাতীয় পতাকা উত্তোলকারী লক্ষ্মীপুরের কৃর্তী সন্তান আ.স.ম আবদুর রব। তিনি আগমী বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারী) নিজ জেলা লক্ষ্মীপুর পৌর টাউন হল মিলানায়তনে জাতীয় সমাজতান্ত্রিক জে এস ডি দল এর লক্ষ্মীপুর জেলা কাউন্সিল ২০১৬ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই সন্মেলনকে ঘিরে জেলায় চলছে ব্যপক প্রস্তুতি। সন্মেলনকে সফল ও সার্থক করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলটির নেতা-কর্মীরা।
জানা যায়, ১৮ ফেব্রæয়ারী রোজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর পৌর টাউন হল মিলানায়তনে “শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী জনগণ এক হও” সংবিধানের আমূল পরিবতর্ন, দ্বি-কক্ষ বিশিষ্ট পালামেন্ট, ৯ প্রদেশ ও ফেডারেল সরকার গঠন, সন্ত্রাস, গুপ্তহত্যা বন্ধের দাবীতে লক্ষ্মীপুরে কাউন্সিল ২০১৬ হতে যাচ্ছে। এই উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি সভাপতি ও স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ.স.ম আবদুর রব অসছেন।
জগদীশ চন্দ্র সাহা পঞ্চু বাবুর সভাপত্বিতে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আ.স.ম আবদুর রব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, স্বাগত বক্তব্য রাখবেন ,অধ্যক্ষ আবদুল মোতালেব, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক এমপি এম এ গোফরান, মোঃ সিরাজ মিয়া , আবদুল খালেক , এডভোকেট বিকাশ চন্দ্র সাহা আরো উপস্থিত থাকবেন, আতাউল করিম ফারুক, অধ্যক্ষ মো: মনছুরুল হক, এডভোকেট এ কে এম মাসুদ, বাবু কাজল কান্তি দাস প্রমুখ।
রুবেল হোসেন