Connecting You with the Truth

লক্ষ্মীপুরে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত কাল মঙ্গলবার সকাল ১০টায় শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন লিল্লাহ জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মাহমুদুল হাছান। জানাজায় বিএনপি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন। জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মোহাম্মদ সামছুল আলম ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসিবুর রহমান প্রমুখ।

Comments
Loading...