Connecting You with the Truth

লক্ষ্মীপুরে চুরি যাওয়া শিশু ১২ ঘণ্টা পর উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া তিন মাস বয়সী কন্যাশিশু মিমকে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কমলনগর উপজেলার বলিরপোল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে, দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে শিশুটিকে অজ্ঞাত পরিচয়ের এক নারী চুরি করে নিয়ে যায়। শিশু মিম লক্ষ্মীপুর সদর উপজেলা ভবনীগঞ্জ ইউনিয়নের চর উভুতি গ্রামের বাসিন্দা নুরুল আমিনের মেয়ে।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিমকে উদ্ধার করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, শিশু চুরির ঘটনায় থানায় তাৎক্ষণিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশের ১২ ঘণ্টার অভিযানে মিম উদ্ধার হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Loading...