লক্ষ্মীপুরে শুরু হলো ৯ দিনব্যাপী একুশে বই মেলা
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৯ দিন ব্যাপী একুশে বই মেলা।
আজ রবিবার বিকেল ৪টায় লক্ষ্মীপুর আদর্স সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলায় আগত ৫০টি ষ্টল পরিদর্শন করেন। এর পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগদেন তিনি।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইউছুফ আলির সভাপতিত্বে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা সমর কুমার বসক, প্রমূখ।
এ সময় মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী মানুষের আগমনে মুখরিত হয়ে উঠে বই ষ্টল গুলো।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ বই মেলা আজ একুশে ফেব্রুয়ারি বিকেল থেকে শুরু হয়ে শেষ হবে আগামী ২৯ ফেব্রæয়ারী বলে জানানা জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী।