দেশজুড়ে
লক্ষ্মীপুরে সেমিনারে বিরিয়ানি খেয়ে অসুস্থ একজনের মৃত্যু, ডাক্তারসহ অসুস্থ ১৮
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেসরকারি এনজিও ব্র্যাকে’র একটি স্বাস্থ্য বিষয়ক সেমিনার চলাকালে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিরিয়ানী খেয়ে অসুস্থ হয়ে লিটন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৮ চিকিৎসকসহ অন্তত ২০জন অসুস্থ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার রাত ৯টার পর থেকে আজ দুপুর ১টা পর্যন্ত অসুস্থদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন। মৃত লিটন লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগরের বাসিন্দা ও লক্ষ্মীপুর উপশম হাসপাতালের আয়া পারুল বেগমের স্বামী।
অসুস্থ্য চিকিৎসকরা হলেন, ডা. ইকবাল হোসেন, ডা. সালাউদ্দিন পাটোয়ারী, ডা. খালেদ, ডা. ওমর ফারুক, ডা. চিন্ময় সাহা, ডা. বনি আদম, ডা. ইকবাল হোসেন এবং সেবিকা চিনু ও ডা. নারগিজের সহকারী, ডা, কমলা শিষ রায়ের ছেলেসহ ১৮জন।
আয়া পারুল বেগম জানান, ওই সেমিনার থেকে পাওয়া একটি বিরিয়ানীর প্যাকেট একজন ডাক্তার আয়া পারুল বেগমকে দেয়। পারুল বিরিয়ানীর প্যাকেট বাড়ি নিয়ে স্বামীকে খাওয়ান। এরপর রাতে লিটন ডাইরিয়াসহ বমি করতে শুরু করে। এক পর্যায়ে সকাল ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টির সত্যতা জানিয়েছেন।
এছাড়া ডা. রহমান খালিদের স্ত্রীসহ আরও তিনজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম জানা সম্ভব হয়নি। এদের মধ্যে ডা. ওমর ফারুকসহ তিনজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও বাসায় চিকিৎসা নিচ্ছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সেমিনার কক্ষে ব্র্যাক স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনারের দুপুরে আপ্যায়ন করানো হয়। এরপর থেকে আমাদের ১০ জন চিকিৎসক অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশস্কাজনক হলে তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরোও জানান, ১০ জনের মতো আমাদের এখানে ভর্তি আছে এবং ১৮ জনের মতো অসুস্থ হয়েছে। অন্যদিকে উপশমের পারুল নামের এক আয়াআর স্বামী রাতেই অসুস্থ হয়েছে। তাকে আর হাসপাতালে আনা হয়নি। সকালে তিনি মারা যান।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ব্র্যাক আয়োজিত (য²া) স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনারের নাছির বিরানী হাউজের সরবরাহকৃত বিরানী খাওয়ার পর উপশম হাসপাতালের আয়া পারুল বেগমের স্বামী লিটনের মৃত্যু হয়। এ ঘটনায় সদর হাসপাতালের ৮ ডাক্তার ও তাদের পরিবারের সদস্য ও শিশুসহ অন্তত ১৮জন ডায়রিয়া ও বুমিসহ অসুস্থ্য হয়ে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস