লাইফ সাপোর্টে সমাজকল্যাণমন্ত্রী, নেয়া হচ্ছে সিঙ্গাপুর
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার তাকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম সকাল মন্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে।
সৈয়দ মহসিন আলীর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থ। তার শরীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে তাকে বারডেমে ভর্তি করা হয়। দুপুরের দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।