Connecting You with the Truth

লালপুরে এরশাদের ৮৬তম জন্মদিন পালন

লালপুর প্রতিনিধি, নাটোর:
লালপুরে নানা আয়োজনে পালিত হল জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদের ৮৬ তম জন্মদিন। সকাল ১১টার সময় লালপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে কেক কেটে পালন করা হয় পল্লীবন্ধু এরশাদের ৮৬তম জন্মদিন। এরপর বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা দলীয় কার্যালয়ে পল্লীবন্ধুর স্বাস্থ্য ও মঙ্গল কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, লালপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আশরাফুল আলম বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রভাষক মো. শাহীন ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাবু খাঁ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ও জাপার বলিষ্ঠ নেতা মো. সালমান হোসাইন । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাপার প্রচার সম্পাদক হুমায়ন কবির, সহ-সভাপতি কাজী খলিলুর রহমান, গোপালপুর পৌর জাপার সভাপতি রোকনুজ্জামান রুবেল, সম্পাদক রবিউল ইসলাম রান্টু, উপজেলা কৃষক পার্টির সভাপতি কিতাব উদ্দিন ও উপজেলা যুব সংহতি সম্পাদক রবিউল ইসলাম রবিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক শাহীন ইসলাম বলেন, দেশে সু শাসন ফিরিয়ে আনতে পল্লীবন্ধু এরশাদের কোন বিকল্প নেই, আমি লালপুর বাসীর পক্ষ থেকে তার মঙ্গল কামনা করি, আল্লাহপাক যেন তাকে সুস্থ রাখেন।

Comments
Loading...