লালমনিরহাটে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ধোধন
বাবলু মিয়া, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গত রবিবার রাতে শেখ কামাল স্টেডিয়াম প্রাঙ্গনে বাষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৬ উদ্ধোধন করেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন। সভাপতিত্ব করেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম। উদ্ধোধনী খেলায় সিনিয়র দ্বৈত সানরাইজ ইয়ুথ ক্লাব নিউস্টার ক্লাবকে পরাজিত করে। জুনিয়র একক,জুনিয়র দ্বৈত, সিনিয়র একক, সিনিয়র দ্বৈত, ভ্যার্টান একক,ভ্যার্টান দ্বৈত টিমসমূহ খেলায় অংশগ্রহন করেন।