লালমনিরহাটে দলিল লেখক সমিতির মহাসমাবেশ
বাবলু মিয়া, লালমনিরহাট: আজ শনিবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট দলিল লেখক সমিতির মহাসমাবেশ অনুষ্ঠিত। জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কিমিটি ভাইস চেয়ারম্যান হাজী খন্দকার আব্দুর রশিদ, মহা-সচিব আলহাজ্ব এম এ রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব আজিজুল ইসলাম, যুগ্ম মহাসচিব কে এম হোসেন টমাস, মোস্তাফিজার রহমান মল্লিক।
এসময় বক্তব্য রাখেন, লালমনিরহাাট দলিল লেখক সমিতি সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পাটগ্রাম উপজেলা দলিল লেখক সমিতি সভাপতি আব্দুল কাদের সরকার, সাধারণ সম্পাদক ফজলুুল হক রুমী, হাতীবান্ধা দলিল লেখক সমিতি সভাপতি আব্দুল খালেক, কালীগঞ্জ দলিল লেখক সমিতি সভাপতি এটিএম মুসা (শামীম), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আদিতমারী দলিল লেখক সমিতি সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।