লালমনিরহাটে বন্যার পানিতে জমির ধান বিলীন
লালমনিহাটে ডালিয়ার বন্যার পানিতে শত শত জমির ধান নষ্ট হয়ে লালমনির জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রাম ও বৈরাতী গ্রামে এই ঘটনায় মানুষ হয়ে পরছে নির উপায় এসব এলাকায় এখনে বিপদের সম্যুখীন হয়ে পরে ঘর বাড়ীতে উঠেছে পানি এখন এই ২ গ্রামের মানুষ এখন পানি বন্ধি জীবন জাপন করতে হচ্ছে ওই ২ এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলে এখনো কোনো সরকারী পদক্ষেপ নেয়া হয়নি ।
বাংলাদেশেরপত্র/এডি/আর