Connecting You with the Truth

লেবাননে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৮ সেনা নিহত

lebanon_bg_533088047আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে শুক্রবার (২৩ জানুয়ারি) দিনভর সংঘর্ষে অন্তত আটজন সৈন্য নিহত হয়েছে। সেনাবাহিনী সূত্র ও স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শনিবার (২৪ জানুয়ারি) এ খবর জানায়। কর্মকর্তারা বলেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাস বালবেক শহরে সিরিয়াভিত্তিক সন্ত্রাসীরা হামলা চালালে তাদের সঙ্গে সৈন্যদের সংঘর্ষ হয়। এসময় নিহত হয় পাঁচ সৈন্য। পরে এক বিবৃতিতে এ পাঁচ সৈন্যের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সংঘর্ষের পর থেকে আরও তিন সেনা নিখোঁজ রয়েছে। শেষ পর্যন্ত রাসবালবেকেরই একটি উপকণ্ঠে এই তিন নিখোঁজ সেনার লাশ উদ্ধার করা হয়। কর্মকর্তারা মনে করছেন, হামলাকারীরা সিরিয়া ও ইরাকের বিশাল এলাকার নিয়ন্ত্রক ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সদস্য হতে পারে। গত আগস্টে আল কায়েদা-সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট ও আইএস জঙ্গিরা সীমান্তবর্তী আরসাল গ্রামে হামলা চালিয়ে দু’ডজন সেনাকে অপহরণ করে। ওই সেনাদের মধ্যে এখন পর্যন্ত চারজনকে হত্যা করেছে জঙ্গিরা।

Comments
Loading...