Connecting You with the Truth

লোহাগাড়ায় যৌন হয়রানির শিকার তৃতীয় শ্রেণির ছাত্রী

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই কিশোরের যৌন হয়রানীর স্বীকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় কিশোরদ্বয়কে আটক করেছে থানা পুলিশ।
গত ১৯ জানুয়ারি ভোরে উপজেলার পদুয়া ধলিবিলা হানিফার চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল একই এলাকার রফিদুল আলমের পুত্র রমজান আলী (১৬) ও মো. বদিউল আলমের পুত্র শহিদুল ইসলাম টিপু (১৫)। জানা যায়, ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রীকে গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কৌশলে তারা পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। এর পর কিশোরদ্বয় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় এবং দৃশ্য মোবাইল ফোনের ভিডিওতে ধারণ করে। পরে তারা এলাকায় ভিডিওতে ধারণকৃত ফুটেজ এলাকার অন্যান্য সঙ্গীদেরকে দেখালে বিষয়টি জানাজানি হয়ে যায়। একপর্যায়ে ভিকটিমের পরিবার ভিডিও ফুটেজটি সংগ্রহ করে পুলিশকে জানালে লোহাগাড়া থানার এসআই সোহরাওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দু’কিশোরকে পদুয়া ধলিবিলা এলাকা থেকে আটক করে।
এ ব্যাপারে নির্যাতিত শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন এবং তথ্য ও যোগাযোগ আইন ২০০৬/ সংশোধনী ২০১৩-৫৭(২) ধারায় লোহাগাড়া থানার মামলা দায়ের করে বলে থানা সূত্রে প্রকাশ।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান পিপিএম বলেন, ঘটনার সত্যতা পেয়ে ঘটনার দায়ে দু’কিশোরকে আটক করা হয়।

Comments
Loading...