শাকিব খানের পারিশ্রমিক কমেছে
বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান পারিশ্রমিক নেয়ার দিক দিয়ে ঢালিউডের সকল রেকর্ড ভেঙে দিয়েছেন অনেক আগেই। ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেন শাকিব খান এমন গুঞ্জন চাউর ছিল বেশ কয়েক বছর। তবে জানা যায়, শাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছিলেন ৩৩ লাখ টাকা পর্যন্ত। সম্প্রতি চলচ্চিত্রের নাজুক অবস্থায় পরিচালকরা এত টাকা খরচ করে শাকিব খানকে নিতে গিয়ে হিমশিম খেতে থাকেন। ফলে শাকিবের হাতে কমতে থাকে ছবির সংখ্যা। এমন অবস্থায় শাকিব নিজের পারিশ্রমিক কমাতে বাধ্য হন। বর্তমানে তিনি পারিশ্রমিক নিচ্ছেন ২০-২২ লাখ টাকা। এমনটাই নিশ্চিত হওয়া গেছে বেশকিছু পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথা বলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘ শাকিব তার পারিশ্রমিক কমিয়ে নেতৃস্থানীয় বেশ কিছু প্রযোজককে ফোনও দিয়েছেন তাকে নিয়ে ছবি বানাতে। শাকিবের বর্তমান যা অবস্থা তাতে তার পারিশ্রমিক আরও কমে যাবে।’ উল্লেখ্য শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শামিম আহমেদ রনি পরিচালিত মেন্টাল ছবির অভিনয় নিয়ে। মাই ডার্লিং, রাজা হ্যান্ডসাম, যুবরাজসহ বেশকিছু ছবি হাতে রয়েছে তার।