Connecting You with the Truth

শেরেবাংলার জন্মস্থান সংরক্ষণের দাবি

Rajapur Photo28.01.15রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় শেরেবাংলার জন্মস্থান ঘুরে গেলেন বিভাগীয় কমিশনারসহ ৫ জেলা প্রশাসক। মঙ্গলবার বিকাল ৫টায় বিভাগীয় কমিশনারসহ ৫ জেলা প্রশাসক উপস্থিত হন বাংলার বাঘখ্যাত শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মভূমি সাতুরিয়ায়।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল (জোনাল) সেটেলমেন্ট অফিসার অশোক কুমার বিশ্বাস, ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পিরোজপুরের জেলা প্রশাসক শামিমুল ইসলাম, বরগুনার জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক প্রণব কান্তি বিশ্বাস। এ সময় তারা শেরেবাংলার জন্মস্থান ঐতিহাসিক সাতুরিয়ার তার মাতুলালয়ের বসতভিটাসহ শেরে বাংলার জন্মস্থানের আতুর ঘর, ঘাট বাঁধানো পুকুর, স্মৃতি বিজড়িত আসবাবপত্রসহ জন্মস্মৃতিগুলো ঘুরে দেখেন। জেলা প্রশাসকগণ এসময় শেরেবাংলার জন্মস্মৃতি রক্ষার জন্য সরকারের কাছে সুপারিশলিপি প্রদান করার কথা ব্যক্ত করেন। এছাড়া অবিভক্ত বাংলার এই মহান নেতার জন্মস্মৃতি রক্ষা করা হলে দেশ-বিদেশ থেকে দর্শনার্থী ও তরুণরা শেরেবাংলার জীবনচিত্র সম্পর্কে আরো জানার সুযোগ পাবে বলে জেলা প্রশাসকগণ মন্তব্য করেন। স্থানীয়রাও এসময় শেরে বাংলার জন্মস্মৃতি রক্ষার জোর দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

Comments
Loading...