শৈলকুপায় দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা
ঝিনাইদহ প্রতিনিধি : ‘হাতে হাত কাঁধে কাঁধ, চলবো মোরা দীর্ঘ পথ’ এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকালে শৈলকুপা উপজেলা দোকান মালিক সমিতি আয়োজনে পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা। দোকান মালিক সমিতির সভাপতি নেকবার হুসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র কাজী আশরাফুল আজম, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এম এ হাসেম খাঁন প্রমুখ।
৩শতাধিক দোকান মালিক এ বার্ষিক সাধারণ সভায় অংশ নেয়। তারা তাদের বক্তব্যে ব্যাবসার নানা দিক নিয়ে আলোচনা করেন একই সাথে বাজারে নিরাপত্তা ও চুরি-ডাকাতি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আলোচনা সভার পর দোকান মালিক ও ব্যাবসায়ীদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। দোকান মালিক সমিতির এই বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
বাংলাদেশেরপত্র/এডি/আর