শ্যুটিং শেষ প্রিয়াংকার
বিনোদন ডেস্ক:
বলিউডের দুর্দান্ত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার অভিনয় শুধু বলিউডেই সীমাবদ্ধ নয়। তিনি ভারতের সীমানা ছাড়িয়ে এর আগে হলিউডে তার সঙ্গীতপ্রতিভা দেখিয়েছেন। আর এবারে এই অভিনেত্রী হলিউডের ‘কোয়ান্টিকো’ নামের এক টিভি শো এর জন্য শ্যুটিং করতে অ্যামেরিকা গিয়েছিলেন। তবে শেষ হয়ে আসলো ‘কোয়ান্টিক্থোর পাইলট এপিসোডের শ্যুটিং। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে ‘কোয়ান্টিকো’ নামের এই শোতে এফবিআইয়ের একজন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী হিসেবে দেখা যাবে। প্রিয়াংকাকে অনেক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে এই ধারাবাহিকটিতে। ইতোমধ্যেই ‘কোয়ান্টিক্থোর পাইলট এপিসোডের শ্যুটিং শেষ করে প্রিয়াংকা মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন। উল্লেখ্য, ৩২ বছর বয়সী প্রিয়াংকা বর্তমানে ‘কোয়ান্টিকো’তে অভিনয় ছাড়াও ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় অভিনয় করছেন।