শ্রীনগর রুসদী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
ভ্রাম্যমাণ প্রতিনিধি, শ্রীনগর, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি শনিবার উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুসদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজন অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা বাবু সুকুমার রঞ্জন ঘোষ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, শিক্ষার মান উন্নতির লক্ষ্যে বর্তমান সরকার সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন । এছাড়াও তিনি বিদ্যালয়ের শিক্ষামানের উন্নতি হওয়ায় শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির প্রশংসা করেন। এর পর তিনি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম উপসচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মো. তোফাজ্জল হোসেন, আলী আকবর, চেয়ারম্যান তন্তর ইউপি; মো. জাকির হোসেন, সভাপতি ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক রুসদী উচ্চ বিদ্যালয়; মো. মিজানুর রহমান শেখ প্রমুখ।