Connecting You with the Truth

সংঘর্ষ থামাতে গিয়ে হেনস্তার শিকার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নীলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা গেছে, হাসনাত আবদুল্লাহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলে হাতাহাতির মধ্যে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

রোববার সন্ধ্যা ৬টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ওই দিন বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবির অগ্রগতি জানতে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি অসদাচরণ করেন।

রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাবি উপ-উপাচার্যের বাসভবন অভিমুখে যাত্রা করে। তাদের সঙ্গে যুক্ত হয় ঢাবি অধিভুক্ত অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও। মিছিল প্রতিরোধ করতে ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে জড়ো হলে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টা ধাওয়া শুরু হয়।

রাত ৩টা পর্যন্ত চলা সংঘর্ষে নীলক্ষেত মোড় রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

সংঘর্ষে এক পথচারীসহ ৭ জন আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Comments
Loading...