Connecting You with the Truth

সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপজুড়ে উচ্চ সতর্কাবস্থা

23আন্তর্জাতিক ডেস্ক:

সন্ত্রাসবিরোধী অভিযান ও সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের গ্রেপ্তারের পর উচ্চ নিরাপত্তা সতর্কাবস্থায় আছে পুরো ইউরোপ। কয়েকদিনে বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানিতে ২০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে বিবিসি। ফ্রান্সের পাশাপাশি বেলজিয়ামও দেশজুড়ে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করেছে। গেল সপ্তাহে প্যারিসে জঙ্গি হামলায় ১৭ জন নিহত হওয়ার পর ইউরোপের বেশ কয়েকটি দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে জঙ্গিগোষ্ঠীগুলোর হয়ে লড়াই করতে যাওয়া ইউরোপীয় তরুণরা ফিরে আসায় ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলার উদ্বেগ বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বেলজিয়ামে শুরু হওয়া জঙ্গিবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শুক্রবার “সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতায় জড়িত থাকার” অভিযোগ আনা হয়েছে। রাতভর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক এবং পুলিশের পোশাক এবং বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। দেশটির পুলিশ কর্মকর্তা ভ্যান ডার সিপ্ট বলেছেন, “রাস্তায় ও থানায় হামলা চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্য ছিল এদের, তদন্তে এটি বেরিয়ে এসেছে।” অভিযানে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলেও এদের পাঁজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারের মুখোমুখি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সন্দেহভাজন জঙ্গিদের মোকাবেলায় শুক্রবার বেলজিয়াম সরকার নতুন পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করেছে। তবে গেল সপ্তাহে প্যারিসের জঙ্গি হামলার সঙ্গে বেলজিয়ামের কোন সন্ত্রাসী-জঙ্গির যোগাযোগে আছে বলে প্রমাণ পাওয়া যায়নি।

প্যারিস হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ফ্রান্সে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি হামলার পর থেকেই দেশটিতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে। ফ্রান্সজুড়ে ১,২০,০০০ পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের ও বেলজিয়ামের ঘটনার প্রতিক্রিয়ার প্রতিবেশী অন্যান্য ইউরোপীয় দেশেও উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। প্যারিসে হামলার কয়েকদিন আগে জঙ্গি আমেদি কুলিবালির মাদ্রিদ সফর করা নিয়ে তদন্ত শুরু করেছে স্পেন। শুক্রবার জার্মানিতে ১১টি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজনকে তুর্কি ও রুশ নাগরিকদের নিয়ে গঠিত একটি চরমপন্থি গোষ্ঠীর নেতা বলে ধারণা করা হচ্ছে।

 

Comments
Loading...