সন্ত্রাসী হামলার ভয়ে দেশ ছাড়া
শরীয়তপুর প্রতিনিধি:
গত ২৫ জানুয়ারি শরীয়তপুরের নড়িয়া আকসা, উপসী গ্রামে প্রবাসী মো. মাসুদের বাড়িতে একদল অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী হামলা ও লুটপাট করে এবং তার বড় ভাই জুলহাসকে কুপিয়ে আহত করে এবং তার বাবা মো. ইমান উদ্দিন খালাসীকে বেধড়ক মারধর করে অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী।
ঘটনা সূত্রে জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী দিয়ে এ হামলা ও লুটপাট চালায় এবং রাজনৈতিক ভাবে চক্রান্ত করে দুটি মিথ্যা মামলায় মো. মাসুদকে ফাঁসানো হয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে মো. মাসুদ ও তার পরিবারের উপর চালানো হয় নির্মম নির্যাতন। মাসুদ নির্মম নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়। তবুও থামে নি তার পরিবারের উপর নির্যাতন ও সন্ত্রাসী হামলা।