Connecting You with the Truth

সন্ত্রাসের অভিযোগে সোয়া এক লাখ টুইটার অ্যাকাউন্ট বন্ধ

tweter

প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার বলছে, এক লাখ পঁচিশ হাজারের বেশি অ্যাকাউন্ট সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে তারা বন্ধ করে দিয়েছে।
কর্তৃপক্ষ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের হুমকি কিংবা সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে এসব অ্যাকাউন্ট ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সাময়িক বন্ধ ( সাসপেন্ড) রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠানটি বলছে, এসব অ্যাকাউন্টের বেশিরভাগই তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে জড়িত বলে সন্দেহ করছে তারা।
সন্ত্রাসবাদের ইন্ধনে টুইটারকে ব্যবহারের নিন্দা জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, এসব ঘটনায় দ্রুততার সাথে ব্যবস্থা নিতে তারা রিপোর্ট পর্যালোচনার জন্য কর্মীদের সংখ্যা অনেক বাড়িয়েছে। বিশ্বজুড়ে পঞ্চাশ কোটির বেশি মানুষ সামাজিক মাধ্যম টুইটার ব্যবহার করছেন। বিবিসি।

Comments
Loading...