Connecting You with the Truth

সফলতা বলতে ঋত্বিক যা বোঝেন

b-3বিনোদন ডেস্ক:
বলিউডের দুর্দান্ত অভিনেতা ঋত্বিক রোশন সিনেমাজগতে পা দিয়েই নিজ প্রতিভায় খ্যাতির চূড়ান্তে পৌঁছেছেন। তিনি ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে তার অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন এবং তারপর থেকে তাকে আর কখনো পিছু ফিরতে হয়নি। যদিও এই অভিনেতাকেও মাঝখানে কয়েক বছর ওঠানামার মধ্য দিয়ে চলতে হয়েছে, তবে তিনি নিপুণ দক্ষতার সঙ্গেই সেসব সমস্যা অতিক্রম করতে পেরেছেন। ঋত্বিক রোশন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি সাফল্য বলতে অর্থ, বিত্ত, যশ, খ্যাতি এইসব বোঝেন না। বরং তার কাছে সাফল্য অর্থ নিজস্বতা খুঁজে পাওয়া। ঋত্বিক বলেন, যদি কেউ সবার সঙ্গে কোথাও একটা সংযোগ ঘটাতে পারে, যদি কেউ নিজের জীবনে বৈচিত্র্য আনতে পারে, যদি কারো জীবনের প্রতিটি দিন একইভাবে না কাটে তাহলেই প্রকৃতপক্ষে সে একজন সফল মানুষ। ৪১ বছর বয়সী এই অভিনেতাকে ‘ব্যাং ব্যাং’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল। বর্তমানে তিনি ‘মহেঞ্জো দারো’ সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি আগামী বছরের আগস্টে মুক্তি পাবে।

Comments
Loading...