Connecting You with the Truth

সমাম্প ঘটে গেল লি’ অধ্যায়ের

স্পোর্টস ডেস্ক:s-9

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। তারপরেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-২০ লিগের মতো ঘরোয়া টুর্নামেন্টগুলোতে বল হাতে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের মধ্যে বিভীষিকা হয়ে ছিলেন। এবার তাদেরকে খুশী করেই কিনা সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল পেসার ব্রেট লি। বিগ ব্যাশে শুরু থেকেই সিডনি সিক্সারের হয়ে খেলে আসছিলেন লি। আর সেই দলের জার্সিতেই অবসর নিলেন তিনি। লি’র ভাষায়, ‘মৌসুম শুরু হওয়ার আগেই আমি অবসরের ব্যাপারে নিশ্চিত ছিলাম। আমি দলের কোচ ট্রেভর বেইলিসের সঙ্গে এ নিয়ে আলোচনা করলে তিনি আমাকে আরো দুই-তিন বছর খেলা চালিয়ে যেতে পরামর্শ দেন। কিন্তু আমি খোলাখুলিভাবে তাকে জানায় যে, এই মৌসুমই আমার শেষ বছর। সত্যি বলতে, আমি এই বছরটি দারুণ উপোভোগ করতে চাই।’ ব্রেট লি বলেন, ‘ওইদিন যখন আমি আমার শেষ বলটি করলাম আমি বেশ উত্তেজিত ছিলাম, আমি খুশী হয়েছি তবে পরিবেশটা আমার কাছে অনেক আবেগঘন ছিল। তাই বলে কিন্তু আমি চিন্তিত নয়, কারণ আমি জানি কখন কি করতে হয় বা কি করা উচিত।’ উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে গত ২০ বছরে ২২১ ম্যাচে ৩৮০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন লি। গ্লেন ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে যা অস্ট্রেলিয়ার পক্ষে উইকেট সংগ্রহের সর্বোচ্চ নজির। টেস্টে ৭৬ ম্যাচ খেলে ৩১০ উইকেট তার।

Comments
Loading...