সরিষাবাড়ীতে বয়োজ্যেষ্ঠ রাজনীতিকদের সম্মাননা ও পুরস্কার বিতরণ
ভ্রাম্যমাণ প্রতিনিধি, জামালপুর:
সরিষাবাড়ীতে প্রজন্ম ৭১ মঞ্চ’র উদ্যোগে তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব যমুনা সার কারখানা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে বয়োজেষ্ঠ রাজনীতিকদের সম্মাননা ও স্কুল-কলেজের প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রজন্ম ৭১ মঞ্চ’র আহ্বায়ক রফিকুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ উল আলম লেলিন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, ভাইস চেয়ারম্যান জোহরা লতিফ, পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারী, ছাত্রলীগের সভাপতি কেএম সোহেল রানা প্রমুখ।
বয়োজেষ্ঠ রাজনীতিকরা হলেন-আবু সামা, এম এ লতিফ, প্রদীপ কুমার পাল, মোজাম্মেল হক, মজিবর রহমান, আব্দুল জলিল, মিনহাজ উদ্দিন প্রমুখ।