Connecting You with the Truth

সাংবাদিকের ঘরে বর্বর হামলা, প্রাণনাশের হুমকি

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর বায়জিদ এলাকায় দৈনিক দেশের কথা-এর সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাসুদের বাসায় ঢুকে হামলা চালিয়েছে সন্ত্রাসী দুষ্কৃতিকারীরা। এক প্রতিবেশীকে রক্ষার চেষ্টা এবং অপরাধের ভিডিও ধারণ করায় তাকে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

১৯ জুন রাতে বায়জিদ মাজার গেইটের তায়্যেবা ভবনে এ ঘটনা ঘটে। রাত ৮টার পর হামলাকারীরা তার ঘরে ঢুকে দফায় দফায় হামলা চালায়। আহত অবস্থায় মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ ২০ জুন রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. জিহাদকে আটক করেছে। তবে অভিযুক্ত নুরুল আবছার, পারভেজ আহমেদ, সাকিবসহ অন্যরা এখনো পলাতক রয়েছে।

বায়জিদ থানার ওসি কামরুজ্জামান বলেন, হামলাকারীরা কোনোভাবেই রেহাই পাবে না। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে।

এদিকে, হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। নিরাপত্তাহীনতায় রয়েছেন ভুক্তভোগী সাংবাদিকের পরিবার ও এলাকাবাসী।

Comments
Loading...